জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেছেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গৃহ নির্মাণ শ্রমিকরা অগ্রণী ভূমিকা রাখছে। তারা বিদেশে কাজ করে অর্থ দেশে পাঠাচ্ছে। তাদের অবহেলা করা উচিত হবে না। তিনি মঙ্গলবার দুপুরে টিটু মিলনায়তনে বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ত্রি-বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে বগুড়া গৃহনির্মাণ শ্রমিক পরিষদের সভাপতি আলমঙ্গীর হোসেন আলমের সভাপতিত্বে আলোচনা সভা ও পঙ্গু সদস্যদের মাসিক অনুদান, মৃত সদস্যদের পরিবারকে এককালীন অনুদান, চিকিৎসা অনুদান, কন্যা বিবাহ অনুদান ও শিক্ষা বৃত্তি অনুদানকালে প্রধান অতিথি হিসাবে উপর্যুক্ত বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সংগঠনের উপদেষ্টা আলহাজ¦ কামরুল আলম রিপু, এ্যাড. নূর-এ আজম বাবু, আজাদ গ্রুপ অব ইন্ডাট্রিজ ম্যানেজিং ডাইরেক্টর আবুল কালাম আজাদ, সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম পাতু, সংগঠনের সাধারন সম্পাদক আলহাজ¦ আবদুস সাত্তার শেখ, সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের, সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টর উইং হেড- নর্থ জিয়াউর রহমান, বি,এস,আর,এম রিজিওন্যাল ম্যানেজার মোস্তাফিজার রহমান, কে.এস.আর এম ষ্টিল প্রাঃ লিঃ এজিএম মাহমুদ হোসেন, আলহাজ¦ এম এ মতিন, দৈনিক সেনেটারী স্টোর এর পরিচালক শহিদুল ইসলাম সজিব, বগুড়া সেনেটারী স্টোর পরিচালক পুটু তালুকদার, বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সাধারণ সম্পাদক আবদুল হান্নান সহ প্রমুখ। এর আগে টেম্পল রোড, সাতমাথা সংগঠনের কার্যালয় হতে বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ত্রি-বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।