মুলাদী বন্দরে মোল্লা টেলিকমে দুর্ধর্ষ চুরির তিন দিনেও কোনো রহস্য উদ্ঘাটন করতে পারে নি পুলিশ। ১৫ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা মুলাদী বন্দরের সদর রোডে বাদামতলা মসজিদ সংলগ্ন মোল্লার টেলিকমে দুর্ধর্ষ চুরি করে। পরদিন রোববার দোকান মালিক মোসলেম উদ্দীন মোল্লা বিষয়টি মুলাদী থানা পুলিশকে অবহিত করে ব্যবস্থা গ্রহণের দাবী জানালেও পুলিশ চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি। মোসলেম মোল্লা জানান শনিবার রাত ৯টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি যান এবং রোববার সকালে এসে দোকান খুলে এলোমেলো অবস্থা দেখতে পান। দুর্বৃত্তরা দোকানের চালা কেটে ভিতরে প্রবেশ করে দোকানের ভিভো, অপপো, স্যামসাংসহ বিভিন্ন ব্রান্ডের ২৭টি এনড্রয়েড মোবাইল, নোকিয়াসহ বিভিন্ন কোম্পানির ২০টি বাটন মোবাইল, ৩২টি মেমরি কার্ড, ১০টি পেনড্রাইভ এবং নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে। বিষয়টি মুলাদী থানায় অবহিত করলে পুলিশ রোববার সকাল ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু ঘটনার তিনদিন অতিবাহিত হলেও পুলিশ চোর কিংবা চুরির রহস্য উদ্ঘাটন করতে না পারায় মুলাদী বন্দরের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে মুলাদী থানার কর্মকর্তা ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা জানান দোকানে চুরির ঘটনায় তদন্ত চলছে।