ঘূর্ণিঝড় বুলবুল চলে গেলেও শঙ্কা কাটেনি উপকুলীয় জনপদ কয়রা উপজেলার নদী পাড়ে বসবাসরত মানুষের। নদীতে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে যেকোনো মুহুর্তে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে লোনা পানি প্রবেশ করতে পারে এমনই ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে উপকূলীয় জনপদ কয়রা উপজেলার হাজার হাজার মানুষ। সম্প্রতি ২নং কয়রা গেটের গোড়ায় ভয়বহ ভাঙ্গনের কবলে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, কয়রা উপজেলার পাঁচটি ইউনিয়নের পাউবোর ১৩-১৪/১ ও ১৩-১৪/২ এ ২টি পোল্ডারে ১৫৪ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ২১ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। এর মধ্যে আট কিলোমিটার বেড়িবাঁধ অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে। যে কোনো মুহুর্তে ঝুঁকিপূর্ণ ঐ বেড়িবাঁধ ভেঙে এলাকায় লোনা পানি প্রবেশ করতে পারে এবং জান মালের ব্যাপক ক্ষয় ক্ষতির সম্ভাবনা রয়েছে। পাউবোর ঝুঁকিপূর্ণ স্থানগুলোর মধ্যে কয়রা সদর ইউনিয়নের ২নং কয়রা স্লইজগেইট,ঘাটাখালী, হরিণখোলা, গোবরা, মদিনাবাদ লঞ্চঘাট, ৪নং কয়রা ও ৬নং কয়রা। মহারাজপুর ইউনিয়ানের দশহালিয়া, লোকা ও মঠবাড়ি। মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলার চর, গীলাবাড়ি, শেখ সরদার পাড়া ও নয়ানী। উত্তর বেদকাশী ইউনিয়নের কাঠকাটা, গাজীপাড়া, কাশিরহাট, গাববুনিয়া, গাতিরঘেরী ও শাকবাড়িয়া। দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা, মাটিয়াভাঙ্গা, জোড়শিং ,মেদেরচর ও আংটিহারা এলাকা। এর মধ্যে ১৩-১৪/১ ও ১৩-১৪/২ পোল্ডারের মহারাজপুর ইউনিয়ানের দশহালিয়া, লোকা, পূর্ব মঠবাড়ী, কয়রা সদর ইউনিয়ানের ২নং কয়রা গেটের গোড়া,ঘাটাখালী, হরিণখোলা, গোবরা, মদিনাবাদ লঞ্চঘাট, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা, মাটিয়াভাঙ্গা, জোড়শিং, আংটিহারা, মেদেরচর। উত্তরবেদকাশী ইউনিয়নের,পাথরখালী, কাঠকাটা, গাজীপাড়া, শাকবাড়িয়া, কাশিরহাট এলাকায় আট কিলোমিটার বাঁধ অধিক ঝুঁকির মধ্যে রয়েছে।
দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান জি এম কবি সামছুর রহমান বলেন, শীত মৌসুম শেষ এখন নিয়মিত প্রতি গোনে পানি বুদ্ধি পাবে। নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার কারনে কয়েকটি স্থানে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে যাওয়ার শংকায় রয়েছে এলাকবাসি। তিনি আরো জানান, দক্ষিণবেদকাশী ইউনিয়নটি মুলত নদী তীরবর্তী এলাকা হওয়ায় বাঁধে ব্যাপক ধস নেমেছে। সাধারণ মানুষ ভাঙ্গন আতঙ্গে রয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগে ঝুঁকিপূর্ণ স্থানগুলো সংস্কার করা না হলে বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হতে পারে।
পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মসিউল আবেদিন বলেন, ঝুঁকিপূর্ণ বেড়িবাধ সংস্কারের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অতি তাড়াতড়ি কাজ শুরু করা হবে।
কয়রা উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোঃ নুর ই আলম ছিদ্দিকী বলেন, কয়রার মানুষের জীবন মরণের সঙ্গী পাউবোর বেড়িবাঁধ। উপকূলীয় জনপদের মানুষের জানমালের নিরাপত্তার জন্য টেকসই বেড়িবাঁধ জরুরী। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেন, উপকূলীয় জনপদ কয়রার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই এলাকার মানুষের দুঃখ দুরদশার কথা বলেছি তিনি আশ্বাস দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে বেড়িবাাঁধের যে সমস্য রয়েছে তা সমাধান হবে। ইতি মধ্যে পানী সম্পদ প্রতিমন্ত্রী এলাকায় সরেজমিনে পরিদর্শন করেছেন। কয়রার বেড়িবাধ নির্মানে মন্ত্রনালয় একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে। যত তাড়তাড়ি সম্ভব টেকসই বেড়িবাধ নির্মান কাজ শুরু করা হবে।