কুড়িগ্রামের উলিপুরে সাড়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (১৫) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ গ্রামে। বর্তমানে গুরুত্বর আহত শিশুটি কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত রোববার বিকেল ৩ টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ গ্রামের শফিকুল ইসলামের সাড়ে ৪ বছরের শিশু কন্যা পার্শ্ববর্তি দাদা কজিবর রহমানের বাড়িতে বেড়াতে যায়। এ সময় শিশুটিকে একই এলাকার জাকের আলীর পুত্র শরিফুল ইসলাম (১৫) জোর করে নদির ধারে ফাকা জমিতে তুলে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে শরিফুল শিশুটিকে ফেলে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে গ্রাম্য চিকিৎসা করার পরও অবস্থার অবনতি হওয়ায় তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় মঙ্গলবার শিশুটির পিতা বাদি হয়ে শরিফুল ইসলামের বিরুদ্ধে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শরিফুল ইসলামকে ওই ইউনিয়নের চর কলাকাটা গ্রাম থেকে আটক করা হয়।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রেদোয়ান ফেরদৌস সজিব জানান, শিশুটির চিকিৎসা চলছে, বর্তমানে সুস্থ্য আছে।
থানার কর্মকর্তা ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, ধর্ষনের মামলায় আটক শরিফুল ইসলামকে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।