জালিয়াতি, অবৈধ নিয়োগ বাণিজ্য ও উপ-বৃত্তির টাকা আতœসাতসহ সীমাহীন অনিয়ম ও দূর্নীতির অভিযোগের তদন্ত শুরু না হতেই ধামাচাপায় মেতেছেন মোল্লাহাট উপজেলার চরকুলিয়া মহিলা দাখিল মাদরাসার সুপার মোঃ ইলিয়াছ হোসেন। দীর্ঘদিন যাবৎ লাগাতার সীমাহীন অনিয়ম ও দূর্নীতিতে অতিষ্ঠ হয়ে ওই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য এস,এম, মিজানুর রহমান বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে নিজের অপরাধ সমুহ আড়াল করতে তদন্তের পূর্বেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তার নিকট দৌড়ঝাপ করছেন সুপার।
অভিযোগে প্রকাশ-১৯৯৫ সালে অত্র প্রতিষ্ঠানে সুপারের দায়িত্ব পান মোঃ ইলিয়াছ হোসেন (ইনডেক্স নং-৩৬৬৯৩৪)। এরপর ২০০৩ সালে পঞ্চম শ্রেণির ছাত্রীদের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি দেখিয়ে ছাত্রী উপবৃত্তির টাকা আতœসাৎ করার অভিযোগে বহিস্কৃত হন তিনি। পরবর্তীতে মোকাদ্দমায় রায় পেয়ে ২০১৩ ইং সনে পুনঃ বহাল হন (নতুন ইনডেক্স নং-২১০৫৫৩১)। উল্লেখ্য, একই প্রতিষ্ঠানে স্ব-পদে পুনঃ বহাল হলে পৃথক ইনডেক্স নম্বর ব্যবহার করা বিধি পরিপন্থি। বিধিমোতাবেক পুনঃ নিয়োগ পেলে কেবল নতুন ইনডেক্স ব্যবহার করা যাবে।
২০১৪ ইং সনে ওই প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) পদে নিয়োগ পান মোঃ মুকুল হোসেন, মুকুল হোসেনের এমপিওর জন্য আবেদন করাসহ রূপালী ব্যাংক মোল্লাহাট শাখায় হিসাব নং টি ১১৫৭০ খোলা হয়। মুকুল হোসেন কর্মরত অবস্থায় প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেয়ে এখানকার দায়িত্ব ছেড়ে গত ২০/০৬/২০১৬ ইং তারিখে সংশ্লিষ্ট দপ্তরে যোগ দেন। ওই সময়ের মাঝে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সরকারী নিয়ন্ত্রণে যাওয়ায় মুকুল হোসেনের নিয়োগের বিষয়টি গোপন রেখে মোটা অংকের টাকার বিনিময়ে ওই প্রতিষ্ঠানের অফিস সহকারী মোঃ রবিউল ইসলামকে জালিয়াতির মাধ্যমে নিয়োগ দেখিয়ে তার নামে এমপিওর আবেদন করেন সুপার। এমনকি অফিস সহকারী পদেও তাকে বহাল রাখেন। ফলে অবৈধ উপায়ে অফিস সহকারী এবং সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান পদে কর্মরত দেখান। একদিকে অফিস সহকারীর বেতন তুলে ভাগাভাগি করে নেন সুপার ও রবিউল। অপরদিকে সহকারী শিক্ষকের এমপিওর অপেক্ষায় থাকেন। অবশেষে ২০১৮ ইং সনে সহকারী শিক্ষকের এমপিও আসলে তখন অফিস সহকারী পদ থেকে অব্যহতি নেন রবিউল। এছাড়া গত ০৫/০৮/১৯ ইং তারিখে পরিচালনা পর্ষদের অধিকাংশ সদস্যদের অমতে অবৈধ উপায়ে টাকার বিনিময়ে নাটকীয় নিয়োগ প্রক্রিয়ায় অফিস সহকারী পদে মোঃ জাহিদুল ইসলামকে নিয়োগ দেন। উল্লেখ্য, এসকল অনিয়ম দূর্নীতির প্রতিবাদ করায় কয়েক সদস্যকে অবৈধভাবে বাদ দেয়ার ধৃষ্টতা দেখানোসহ নতুন করে কয়েক জনকে কোঅপ্ট সদস্য দেখানো হয়েছে।
এমতাবস্থায় দুর্নীতিবাজ, জালিয়াত, অর্থ আতœসাত ও অবৈধ নিয়োগ বাণিজ্যের হোতা সুপারসহ এহেন অপরাধে সংশ্লিষ্টদের চকুরীচ্যুত করাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জনিয়েছেন সদস্যরা।
এবিষয়ে মাদ্রাসা সুপার মোঃ ইলিয়াছ হোসেন মোবাইল ফোনে জানান-তিনি কোন অনিয়ম-দূর্নীতি করেন নি, পূর্ব শত্রুতার জেরে এসকল অভিযোগ করা হয়েছে।
অফিস সহকারী হতে অবৈধ উপায়ে নিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান মোঃ রবিউল ইসলাম মোবাইল ফোনে জানান-একই প্রতিষ্ঠানে দু’টি পদে কর্মরত থাকার বিধান থাকায় গত ১৪ হতে ১৮ সাল পর্যন্ত একই সাথে অফিস সহকারী ও সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান’র দায়িত্ব পালন করেছেন। তবে, তার নিয়োগের প্রক্রিয়া সঠিক ছিলো কি-না এমন প্রশ্ন করলে ব্যস্ততার অযুহাতে পরবর্তীতে কথা বলবেন বলে জানান তিনি।
অফিস সহকারী মোঃ জাহিদুল ইসলাম বলেন-গত আগষ্টের ৫ তারিখে নিয়োগ পেয়েছেন তিনি, এছাড়া টাকার বিনিময়ে চাকুরী পাওয়ার বিষয় অস্বিকার করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ কামরুন্নেছা বলেন-তিনি ওই সুপারের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন এবং তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।