গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আন্ধারমানিক এলাকার খাজা মাইনুদ্দিন বাড়িঘর,পরিবার পরিজন ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে গাড়ি পুরানো মামলার আসামীদের ভয়ে।
ভুক্তভুগী খাজা মাইনুদ্দিন সাংবাদিকদের জানায়, কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের আন্ধার মানিক এলাকার বাসিন্দা খাজা মাইনুদ্দিন, লেগুনা গাড়ি চালিয়ে পরিবার পরিজন নিয়ে শান্তিতেই বসবাস করে আসছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতা চলাকালিন বিএনপির নেতৃত্বাধিন ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের সময়ে গত ২০১৩ইং সালের ২৮ নভেম্বর খাজা মাইনুদ্দিনের মালিকানাধিন (ঢাকা মেট্রো-চ-০২-১৪২৬) নম্বরের লেগুনা গাড়িতে সফিপুর এলাকায় ভাংচুর করে আগুন দিয়ে পুরাইয়া দেয়। এ ঘটনায় খাজা মাইনুদ্দিন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে আরো ১৫/২০ জন অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। পরে বিষয়টি মিমাংশার নামে স্থাণীয় ভাবে বৈঠক বসে মামলাটির আপোষ করার কথা বলে স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া হয়। এর পর থেকে ওই মামলার আসামীদের অব্যাহত হুমকির ফলে মামলার স্বাক্ষীরা আদালতে স্যাক্ষ দেয়নি। এতে করে আসামীরা মামলার দায় হতে মুক্ত হয়ে খাজা মাইনুদ্দিনের বিরুদ্ধে উঠে পরে লাগে ২০১৯ সালের ৮ জানুয়ারী রাতে খাজার পকেট থেকে ১লাখ ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। ১২ জানুয়ারী খাজার পরিবারের লোকদের বিরুদ্ধে আকলিমা বেগমকে বাদী বানিয়ে উল্টো ডাকাতি মামলা দায়ের করে। এতে করে আসামীরা খাজার উপর আরো ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে ঘর বাড়ি ভাংচুর করে, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করতে থাকে। এ ঘটনায় অসহায় খাজা অতিষ্ঠ হয়ে পরিবার পরিজন ছেড়ে পালিয়ে গিয়ে মানবেতর জীবন যাপন করছে।