বরিশালের গৌরনদী উপজেলার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পলাশ সরদার, পৌর কাউন্সিলর রেজাউল করিম টিটু, শিল্পী বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গণেষ চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক হোসনেয়ারা বেগমসহ অন্যান্যরা।