প্রকাশ্যে ধুমপান করার অভিযোগে শ্যামনগরের নকিপুর বাজারে ভ্রাম্যমান আদালত ১৭ ব্যক্তিকে অর্থ দন্ড দিয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হাই সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে দুই ব্যবসায়ীকেও অর্থ দন্ডে দন্ডিত করা হয়। ফেব্রুয়ারী মাসের শুরু থেকে জনস্বার্থে ভ্রাম্যমান আদালত ফার্মেসী, রেষ্টুরেন্ট, ইটের ভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল হাই সিদ্দিকী জানিয়েছেন সর্বক্ষেত্রে নিয়ম ও বিধি বিধান মেনে চলার সংস্কৃতি চালু করতে এধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।