লক্ষ্মীপুরে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা তাঁতীদলের আয়োজনে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক এ্যানী’র লক্ষ্মীপুর বাসভবনের সামনে আলোচনা সভা’র মাধ্যমে এটি উদযাপন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের ভূইয়া।
তাঁতীদলের সভাপতি হুমায়ুন কবির চেীধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,জেলা তাঁতীদলের সাধারন সম্পাদক মোক্তার হেসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকন, জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীমের ,সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,সদর উপজেলার তাঁতীদলের সভাপতি ইউছুফ হোসেন, পৌর সভাপতি আল হারুন প্রমুখ। বক্তরা গণতন্ত্র প্রতিষ্ঠার কেন্দ্রীয় সকল কর্মসূচিতে আওয়ামী সরকারকে হটানোর জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এছাড়াও খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে থাকারও আহ্বান জানানো হয়।