ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কে ২ দিনে ঝড়ে গেল দুটি তাজা প্রান। একজন ভেড়ামারা ব্র্যাক এনজিও’র কর্মকর্তা আবদুল হান্নান সরকার’র (৩৫)। অপর জন ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহিরচর বারো মাইল এলাকার সজিব (৩০)। রবি এবং সোমবার মহসড়কের ৯ মাইল এবং বহলবাড়ীয়া সেন্টারের সন্নিকটে পৃথক দুটি দূর্ঘটনায় তারা নিহত হন।
সূত্র জানায়, ভেড়ামারা ব্র্যাক এনজিও’র মাঠ সংগঠক আবদুল হান্নান সরকার’র রোববার সকালে মোটরসাইকেলে যোগে ভেড়ামারা ব্র্যাক অফিসে রওনা হয়েছিলেন। তিনি ৯ মাইল এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ঘাতক ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। সে সিরাজগঞ্জ জেলার রায়পুর এলাকার গোলাম মোস্তফার পুত্র।
অপর দিকে ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহিরচর বারো মাইল এলাকার আবদুর রাজ্জাকের পুত্র সজিব তার ৩ বন্ধু মিঠুন, আসিফ, আজিজুল কে ঘুরতে গিয়েছিলেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের বহলবাড়ীয়া সেন্টারের সন্নিকটে তারা পৌছালে একটি ড্রাম ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সজিব। এ সময় অন্য বন্ধুরা গুরুতর আহত হয়। স্থানীয় তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। মহাসড়ক জায়গায় জায়গায় দেবে যাওয়ায় সড়ক টি ক্রমশঃই মৃত্যু ফাঁদে পরিনত হচ্ছে বলে অনেকেই মন্তব্য করেছেন।