চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ভাষা সৈনিক প্রিন্সিপাল আবুল কাসেম ফাউন্ডেশনের উদ্যোগে কাল বুধবার থেকে তিনদিন ব্যাপী শুরু হচ্ছে বই মেলা। সদরস্থ শাহ আমিন পার্কে অনুষ্ঠিব্য বই মেলা উদ্বোধন করবেন,বিজিসি ট্রাষ্ট বিশ্ব বিদ্যালয়ের ভিসি প্রফেসর সরোজ সিংহ হাজারী। বই মেলা উদযাপন পরিষদের সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আবদুল জব্বার চৌধুরী। এ ছাড়াও প্রফেসর সরওয়ার মোর্শেদ,প্রফেসর আবদুল মোমেনসহ অনেক গণ্যামান্য বক্তিবর্গ উপস্থিত থাকিবেন। প্রাণের স্পন্দন বই মেলা সফল ও সার্থক করার জন্য প্রিন্সিপাল আবুল কাসেম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদ বিন কাসেম সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।