“জেনে, বুঝে বিদেশ যাই অর্থ, সম্মান দুটোই পাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীবরদীতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধায়নে উপজেলা পরিষদের হলরুম সোমেশ্বরীতে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এবং সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। সেশন পরিচালনা করেন শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাকটর সাজু মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহারা বেগম জলি, শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শামছুর রহমান, ইন্সট্রাকটর আরিফুর রহমান। এতে অংশগ্রহণ করেন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজ ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।