বাগেরহাটের মোরেলগঞ্জে ১কোটি ২০ লাখ ফাইসা মাছের পোনাসহ ৩ জেলে ও একটি ট্রলার আটক করেছে কোস্ট গার্ড। ভ্রাম্যমান আদালত আটক ৩ জেলেকে ১৫ হাজার টাকা অর্থদন্ড ও মাছগুলো নদীতে অবমুক্ত করেছেন।
মঙ্গলবার বেলা ১০টার দিকে পানগুছি নদীতে অভিযান চালিয়ে কোস্ট গার্ড মোরেলগঞ্জ কন্টিনজেন্টের একটি টহল টিম ট্রলারটি আটক করে। সুন্দরবনের ভোলানদী থেকে মাছের পোনা ধরে পাইকগাছা যাবার পথে ট্রলারটি আটক হয়।
কন্টিনজেন্ট কমান্ডার মো. আবদুল হাকিম এ অভিযানে নেতৃত্ব দেন। পরে আটক জেলেদেরকে মোবাইল কোর্টে তোলা হয়। কোর্টে দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, আশাশুনি উপজেলার গফ্ফার সরদার(৪০), নয়ন সরদার(২৫) ও শফিকুল সরদার(২৮)।
সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে মোবাইল কোর্ট পরিচালনা করেন। উপজেলা ম্যৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন।