শেরপুর জেলার নকলা উপজেলার অষ্টধর ইউনিয়নের নারায়নখোলা নারী উন্নয়ন সমবায় সমিতি ও চন্দ্রকোনা ইউনিয়নের বাছুরআলগা নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সুবিধাভোগী নারী সদস্যদের মাঝে ৪র্থ ধাপের ষাট লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি )উপজেলা পরিষদ মিলনায়তে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সমবায় কর্মকর্তা বাহা উদ্দিনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবুল খায়ের মো. আনিসুর রহমান ও চন্দ্রকোনা ইউনিয়নের পর পর দুইবার নির্বাচিত চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী প্রমুখ। এ সময় নারায়নখোলা নারী উন্নয়ন সমবায় সমিতি ও বাছুরআলগা নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সুবিধাভোগী নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সমবায় অফিস সূত্রে জানা গেছে, এ দুই সমিতির নারী সদস্যদের স্বাবলম্বী করতে ও তাদের জীবনমান উন্নয়নের জন্য চার ধাপে এ পর্যন্ত দুই কোটি চল্লিশ লক্ষ টাকা ঋণ বিতরণ করেছে উপজেলা সমবায় অফিস।