আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও ভাষা শহীদ দিবস পালন উপলক্ষে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জিব দাস’র সভাপতিত্বে তার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা কাজি আবদুল হাই, ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আকুঞ্জী, ডুমুরিয়া জাতীয় দৈনিক সাংবাদিক ফোরামের সভাপতি এম, এ এরশাদ, উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি শেখ হেদায়েতুল্লাহ, সাধারণ সম্পাদক আবদুল লতিফ মোড়ল, ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাব কর্মকর্তা সুমন্ত চক্রবর্তী, জিএম ফিরোজ, খান মহিদুল ইসলাম, অধ্যাপক খান নুরুল ইসলাম, রোমেল হোসেন, ,আরিফুজ্জামান নয়ন, মোক্তার হোসেন প্রমুখ।
এর আগে ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি আনোয়ার হোসেন আকুঞ্জির সভাপতিত্বে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস পালন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।