কচুয়া উপজেলা সদরে সোমাবার ভোররাতে একটি বসত বাড়ীতে দস্যুতার ঘটনা ঘটেছে। দস্যুতা করে পালানোর সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে এক দস্যুতা সদস্য গন-পিটুনিতে নিহত হয়েছে। এ সময় দস্যুতাদের হামলায় মহিদুল হাওলাদার (৩৫) নামের একজন গ্রামবাসী আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ্য পরিবার জানায়, কচুয়া উপজেলা সদরের বারুইখালী গ্রামের সোমেদ হাওলাদারের বাড়ীতে রোববার দিনগত রাত ৩/৪ টার দিকে একদল দুস্কৃতকারি হানা দিয়ে বসতঘরের সামনের বারান্দার দরজা ভেঙ্গে প্রবেশ করে। এ সময় বাড়ীতে থাকা বৃদ্ধ সোমেদ হাওলাদার তার স্ত্রী জিনুয়ারা বেগম জেগে যায়। এ সময় ঘরের মধ্যে প্রবেশ করা ৪/৫ জন দুস্কৃতকারি বাড়ীর সকল কে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ৭৫ হাজার টাকা, ৩ টি মোবাইল ফোন ও স্বর্নালংকার নিয়ে যায়। এরপরই প্রতিবেশী মহিদুল ছুটে এসে একজনকে ধরে ফেলে ডাক-চিৎকার দিলে দুস্কৃতকারিরা তাকে বেধড়ক মারপিট করলেও মহিদুলের নিকট থেকে দুস্কৃতকারি সদস্যকে ছাড়াতে না পেরে লোকজন ছুটে আসায় আটককৃত দস্যুতা সদস্যকে ফেলে রেখে অন্যরা পালিয়ে যায়। এলাকাবাসী আটককৃত দস্যুতা সদস্যকে বেধরক মারপিট করে ও ভোর রাতের দিকে কচুয়া হাসপাতালে নিয়ে ভর্ত্তি করে। ভোর ৬ টার ১০ মিনিটের দিকে দস্যুতা সদস্য কে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবরাজ। এর কিছু পরে অর্থাৎ সকাল সাড়ে ৭টার দিকে এলাকাবাসী ও মহিদুলের আত্মীয়স্বজন মহিদুলকে এনে কচুয়া হাসপাতালে ভর্তি করে,পরে উন্নত চিকিৎসার জন্য কচুয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মহিদুল কে খুলনায় রেফার্ড করেন। সকালে পুলিশ দস্যুতা সদস্যের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। কচুয়া থানার ওসি তদন্ত মোঃ ইকবাল হোসেন আমাদেও প্রতিবেশীকে জানান গতকাল ৩/৪ জনের একদল দুস্কৃতিকারি কচুয়া উপজেলা সদরের বারুইখালী গ্রামের সোমেদ হাওলাদারের বাড়ীতে দস্যুতা করতে গিয়ে ধরা পড়ে ১ যুবক গনপিটুনিতে নিহত হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। লাশটি উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। পরে সোমেদ হাওলাদারের স্ত্রী জিনুয়ারা বেগম কচুয়া থানায় ১টি দস্যুতা মামলা দায়ের করেছেন।