শেরপুরের ঝিানইগাতী উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৭ফেব্রুয়ারি ) বিকালে উপজেলা অওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্ব জিৎ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকির মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ মাষ্টার, প্রচার সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।