চট্টগ্রাম জেলার দোহাজারীস্থ হাসপাতালের সামনে থেকে গত রোববার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার হতে ঢাকাগামী ঈগল পরিবহনে তল্লাশী চালিয়ে ১্ হাজার পিস ইয়াবাস্হ পরিবহনের হেলপার মনির হোসেন তপু প্রকাশ মারুফ(২২)কে আটক করেছে। সে মানিকগজ্ঞ জেলার চরমাধবপুর গ্রামের জামাল আহমদের ছেলে। দোহাজারী তদন্ত ফাঁিড়র ইনচার্জ মনিরুল ইসলাম ্ভূইয়া সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতকে ঈগল পরিবহনের হেলপারকে মাদক আইন মামলায় কোট হাজতে পাঠানো হয়েছে।