বরগুনা জেলা সদর হাসপাতালে করোনা ভাইরাস সন্দেহে চিকিৎসাধীন চীন ফেরত শিক্ষার্থী ইমরানের নমুনা (রক্ত, নাক ও গলা থেকে সোয়াপ) সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইসিডিআর) এর ল্যাবে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনায় সংবাদ সম্মেলনের মাধ্যমে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান।
সোমবার(১৭ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনার সিভিল সার্জন মিলনায়তনে করোনাভাইরাস নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এর আগে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধরা ইমরানের রক্ত, নাক ও গলা থেকে সোয়াপ সংগ্রহ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ ও ইমরানের পরিবার সুত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলি ইউনিয়নের চালিতাতলী গ্রামের মো. মোখলেছুর রহমানের ছেলে ইমরান। মাস তিনেক আগে সে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বৃত্তি পেয়ে চীনের শানডং প্রদেশের রিজাউ শানডং ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিলেন। সম্প্রতি চীনে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হলে ১২ তারিখ তিনি দেশের উদ্দেশ্য রওনা করেন। চীনের গুরাংজু এয়ারপোর্ট থেকে তাকে করোনাভাইরাসমুক্ত ছাড়পত্র দিলে তিনি ১৫ ফেব্রুয়ারি ঢাকায় পৌছান সেখান থেকে ১৬ ফেব্রুয়ারি (রোববার ) গ্রামের বাড়ি বরগুনায় পৌছালে শরীরে জ¦র উঠলে তাকে বরগুনা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।