জেলার আগৈলঝাড়া উপজেলার রামানন্দেরআঁক মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেনীর এক ছাত্রীকে অপহরনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানার ওসি আফজাল হোসেন জানান, রাজিহার ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের পলাশ জয়ধরের পুত্র প্রশান্ত জয়ধর (১৯) স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে বিভিন্ন ধরনের উত্ত্যক্ত করে আসছিলো। ঘটনারদিন গত শনিবার সকালে প্রাইভেট পড়তে যাবার সময় প্রশান্ত ও তার সহযোগিরা জোরপূর্বক স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতা স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে রোববার দুপুরে থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে আগৈলঝাড়া থানা এলাকা থেকে অপহরনকারী প্রশান্তকে গ্রেফতার ও অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, সোমবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে ও উদ্ধারকরা স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।