সেবাই পুলিশের মূল ধর্ম এমনি দৃষ্টান্ত দিলেন শেরপুর থানার কর্মকর্তা ইনচার্জ মো: হুমায়ুন কবীর। ১৭ ফেব্রুয়ারি সোমবার সময় তখন সকাল ১০ টা। একটা বৃদ্ধ ভ্যানে চরে এসেছে থানায়। তার ব্যাক্তিগত একটা সমস্যা নিয়ে। ওসি’র রুমে অনেকেই এসেছেন তাদের সমস্যা নিয়ে কথা বলতে। সিসি টিভির মনিটরে ওসি’র চোখ। দেখলেন ওই বৃদ্ধ ভ্যান থেকে নামতে পারছেন না। এমন টা দেখা মাত্র রুমে থাকা সকলকে বসিয়ে রেখে রুম থেকে বেড়িয়ে চলে গেলেন ওই বৃদ্ধের কাছে। সত্য কথা বলতে মানবতাই আসল ধর্ম। সেবা করার মানসিকতা থাকলে যে কোন অবস্থাতেই করা যায়। তারই প্রমান দিলেন শেরপুর থানার কর্মকর্তা ইনচার্জ মো. হুমায়ুন কবীর।
উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ধনকুন্ডি গ্রামের মৃত মতি প্রামানিকের ছেলে আছমত উল্লাহ প্রামানিক (১০৫) তার ছেলের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ দিতে এসেছিলেন থানায়। কর্মকর্তা ইনচার্জ মো. হুমায়ুন কবীর তার সব কাজ বাদ দিয়ে অভিযোগটি আমলে নিয়ে শেরপুর থানার এএসআই মো. সবুজ মিয়াকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এবং আশ^াস দেন আজকের দিনের মধ্যেই তার সমস্যার সমাধান করা হবে। ওসি’র এমন মহানুভবতা দেখে আশ^স্ত হয়ে খুশিতে বাড়ি চলে যান ওই বৃদ্ধ।