নওগাঁর সাপাহারে কুখ্যাত মাদক স¤্রাজ্ঞী মনিরা (৩২) আবারো গাঁজা সহ পুলিশের হাতে আটক হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার কর সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে সদরের ডাঙ্গাপাড়া এলাকা হতে জনৈক সুজনের মুদি দোকানের সামনে থেকে ৫৪ গ্রাম গাঁজা সহ মনিরাকে হাতে নাতে আটক করেন। আটক মাদক স¤্রাজ্ঞী মনিরা উপজেলার লালমাটিয়া পাড়ার মাদক স¤্রাট শরিফুলের স্ত্রী বলে জানা গেছে। উল্লেখ্য যে, একাধিক মামলার আসামি মনিরাকে বেশ কিছুদিন আগে ভ্রাম্যমান আদালতে ১ বছরের কারাদ- প্রদান করা হয়। পরবর্তী সময়ে উচ্চ আদালতে আপিলে করে জামিন নিয়ে জেল থেকে বেরিয়ে এসে আবারো শুরু করে মাদকের রমরমা ব্যবসা।
এ ব্যাপারে থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবদুল হাই নিউটন ঘটনার সত্যতা স্বীকার করেন এবং মঙ্গলবারে আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের করে জেলা আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান।