মুন্সীগঞ্জেরগজারিয়াউপজেলাররায়পাড়ামাধ্যমিক বিদ্যালয়েসততা স্টোর উদ্বোধনকরেছেন দুর্নীতি দমন কমিশন কমিশনার ড. মোঃ মোজাম্মেদ হকখান। সোমবার বেলাসাড়ে ১২টায় এই উদ্বোধন শেষে দুর্নীতিপ্রতিরোধবিষয়কমতবিনিময়সভায়প্রধানঅতিথি হিসাবে অংশ নেন দুদককমিশনার। দুর্নীতি দমনকমিশনসমন্মিত জেলাকার্যালয়, ঢাকাণ্ড২ এরআয়োজনে এই অনুষ্ঠানটিআয়োজিত হয়। এসময়তিনিজানান দুদক কর্তৃক সততা স্টোরেরমালামাল ক্রয় করারজন্য নগদ ২০ হাজারটাকারায়পাড়া উচ্চ বিদ্যালয়েরপ্রধানশিক্ষকেরহাতেতুলে দেন। তবেতিনিজানান এই ২০ হাজারটাকা কোনলাভজনক কোনকাজেব্যবহারকরাহবেনা। প্রধানশিক্ষক ওই টাকারবাজেটেরমধ্যে সততা স্টোরেরমালামাল ক্রয় করেসততা স্টোরটিসয়ংসম্পূর্ণ করবেন। মাস শেষেএকজনসততা স্টোরেরমালামাল ওক্যাশটাকেভালোভাবেহিসাবকরেযদি ১৯,৫০০ টাকাপায়তাহলেআমরাকিমনেকরব? ছাত্র-ছাত্রীদেরমাঝে এই প্রশ্ন রেখেতিনিতাহারসংক্ষিপ্ত বক্তব্যের সমাপ্তি ঘোষনাকরেন।
সভায় অতিরিক্ত জেলাপ্রশাসক(সার্বিক) দীপককুমাররায়এরসভাপতিত্বে উপস্থিত ছিলেন, দুদকেরঢাকাবিভাগীয়কার্যালয়েরপরিচালক মোঃ আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশসুপার(সদরসার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, গজারিয়াউপজেলানির্বাহীকর্মকর্তাহাসানসাদী, গজারিয়াশাখার দুর্নীতি দমনকমিশনেরসভাপতিতানেছউদ্দিনআহম্মেদ, রায়পাড়া উচ্চ বিদ্যালয়েরপ্রধানশিক্ষকআবুলখায়ের, গজারিয়া থানারঅফিসারইনচার্জ ইকবাল হোসেন, গজারিয়ামাধ্যমিক ও উচ্চ মাধ্যমিককর্মকর্তাজাকির হোসেনপ্রমুখ।