বাগেরহাটের কচুয়ায় ডাকাতি করতে এসে গনপিটুনিতে অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়েছেন। সোমবার ভোররাতে বারুইখালি গ্রামের সোমেদ হাওলাদার এর বাড়ি ডাকাতি করতে গেলে গণপিটুনির শিকার হয় ওই যুবক। এ সময় ওই এলাকার দুইজন আহত হয়েছে। পরে সকাল সাড়ে ৬টার সময় আহত যুবককে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিষয়টি জানার পরে বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
আহতরা হলেন, বারইখালি গ্রামের আবদুল কাদের হাওলাদারের ছেলে মোহিত হাওলাদার (৩২) ও মহাসিন হাওলাদার (৩৬)।
ওই পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য জাকির হাওলাদার বলেন, ডাকাতি করার উদ্দেশ্যে ভোর রাতে ৫-৬ জনের একদল লোক সোমেদ হাওলাদারের বাড়িতে ঢোকে। বাড়ির সকলের ডাক চিৎকারে গ্রামের লোকজন বেড়িয়ে আসে এবং ডাকাতরা লোকজনের সমাগম টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় গনপিটুনিতে অজ্ঞাত এক যুবক গুরুত্বর আহত হয়। ডাকাতদের ধরতে গিয়ে স্থানীয় দুই যুবকও আহত হয়েছে।
কচুয়া থানার ওসি (তদন্ত) সর্দার ইকবাল হোসেন বলেন, গনপিটুনিতে আহত যুবককে হাসপাতালে নিয়ে আসার পরে সে মারা যায়। যুবকের পরিচয় জানতে আমরা তার ছবি দিয়ে বেতার বার্তা পাঠিয়েছি বিভিন্ন থানায়। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।