খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক,মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে শুদ্ধ সূরে জাতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিন ব্যাপি উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগীতা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জীব দাস। প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী উপজেলার ৭ টি কলেজের মধ্যে সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ, মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ১৪ টি ইউনিয়নের অংশ গ্রহনকারী ১৪টি বিদ্যালয়ের মধ্যে বান্দা স্কুল এ- কলেজ এবং ১৪ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শলুয়া নিমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্ব স্ব ক্যাটাগরীতে প্রথম স্হান অধিকার করে উপজেলার মধ্যে শ্রেষ্টত্ব অর্জন করেছে। প্রতিযোগীতায় বিচারকের দায়ীত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি,এম আলমগীর কবির,সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা পারভীন,বেতার শিল্পী রবিন্দ্র নাথ মল্লিক ও প্রধান শিক্ষক কণিকা মন্ডল। ইতোপূর্বে অনুষ্ঠিত ইউনিয়ন পর্যায়ে প্রথম স্হান অর্জন কারী শিক্ষা প্রতিষ্ঠান সমুহের মধ্যে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব নির্বাচন প্রতিযোগীতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান গুলো জেলা পর্যায়ে অংশগ্রহণ করবেন বলে আয়োজক কমিটি সূত্রে জানানো হয়।