বগুড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নয়ন (২৪) নামের এক যুবক খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার গভীর রাতে শহরের নিশিন্দারা চকরপাড়া(খাঁপাড়া) এলাকার একটি বাগানের মধ্যে এ ঘটনা ঘটে।
ঘটনার পর এখন পর্যন্ত খুনিদের সনাক্ত করা যায়নি। পুলিশের একাধিক টিম মাঠ চষে ফিরছে।
নিহত নয়নের বাড়ী নিশিন্দারা মধ্যপাড়া এলাকায়। পেশায় সে মাইক্রোচালক। তার বাবার আবদুল মজিদও একই পেশায় আছেন।
জানা গেছে, নয়ন রোববার রাতে শহরের নূরানী মোড় এলাকায় বন্ধুদের সাথে আড্ডা দেয়। রাত আনুমানিক পোনে ১১টার দিকে নিশিন্দারা খাঁপাড়ায় ওমর ফারুক স্কুলের পেছনে একটি মেহগনি বাগানের কোনায় নয়নকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তবে সোমবার এ লেখা পর্যন্ত হত্যাকান্ডের কারণ এবং ঘটনার সাথে জরিতদের সনাক্ত করতে পারেনি পুলিশ।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, রোববার দিবাগত রাত পোনে ১১টার দিকে নয়নকে ডেকে নিয়ে স্থানীয় একটি বাগানের কোনায় নিয়ে উপর্যুপরি ভাবে তাকে ছুরিকাঘাত করে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। পরে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে নয়ন মারা যায়।
এলাকাবাসী জানায়, সম্প্রতি এলাকায় পরিবহন মালিক গ্রুপের নেতা চাঞ্চাল্যকর শাহীন হত্যাকান্ড সংঘটিত হয়।ওই ঘটনায় স্থানীয় উপশহর ফাঁড়ীর দায়িত্ব দেয়া হয় ইন্সপেক্টর আম্বর হোসেন কে। দায়িত্ব প্রাপ্ত হবার পর থেকে চৌকস এই পুলিশ কর্মকর্তা চাঞ্চল্যকর শাহীন হত্যা রহস্য উদ্ঘাটন এবং মূল আসামি সহ বেশ কয়েকজন আসামীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। একই সাথে তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক সেবী এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলে এলাকায় মানুষের মধ্য একটি স্বস্তি ফিরে আসে। এলাকবাসীর অভিযোগ, সম্প্রতি ওই পুলিশ কর্মকর্তাকে অনত্র বদলী করা হলে এলাকায় আবারো সন্ত্রাসের রাজত্ব কায়েম হয় এবং মাদক ব্যবসায়ীদের দৌরত্ব আশংকাজনক ভাবে বৃদ্ধি পায়।
তারই ধারাবাহিকতায় গত ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে একই এলাকায় নিহত নয়নের খালাতো ভাই তুহিনকে (২৩)কে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে। বর্তমানে তুহিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই রোববার রাতে নয়নকে ডেকে নিয়ে উপর্যুপরি ভাবে ছুরিকাঘাতে খুন করা হয়।
খোঁজ নিয়ে আরো জানা যায়, এলাকার আধিপত্য ও মাদকের বিবাদ নিয়ে নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ১৩ ফেব্রুয়ারি রাতে ইসলামি জলসা দেখে ফেরার পথে তুহিনকে ছুরিকাঘাত করা হয়। এলাকাবাসীর ধারনা তুহিনকে ছুরিকাঘাতের ঘটনার সাথে নয়ন হত্যাকারীদের একটা যোগ সাজস থাকতে পারে।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা সংবাদ সংস্থা এফএনএস’কে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে সনাক্ত করা এবং আটক করা যায়নি। গতকাল (সোমবার ) নিহতের ময়না তদন্ত শেষে লাশ তার পরিবাররে কাছে হস্তান্তর করা হয়েছে। শেষ খবর পর্যন্ত এ হত্যাকান্ডের ঘটনার মামলার প্রক্রিয়া চলছিল এমনটি জানান ,এই পুলিশ কর্মকর্তা।