রাজশাহীর মোহনপুরে বিয়ের প্রলোভন দিয়ে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ওই ছাত্রীর বাবা বাদি হয়ে গত রোববার মোহনপুর থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। রোববার রাতেই ধর্ষণক আবদুল হাকিম মন্ডল (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার আসামিকে জেল-হাজতে ও স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে পাঠানো হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার সিন্দুরী গ্রামের জনৈক ব্যক্তির মাদ্রাসায় ৯ম শ্রেণীতে পড়-য়া মেয়ে (১৬) একই গ্রামের শামসুল মন্ডলের ছেলে আবদুল হাকিম মন্ডল বিয়ে প্রলোভন দিয়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ২০ জানুয়ারি দুপুরে বিয়ে প্রলোভন ভিকটিমের বাড়ির পাশে জনৈক কামাল হোসেনের পান বরজে ছাত্রীকে ধর্ষণ করে। ঘটনার পর থেকে বিয়ের জন্য আবদুল হাকিম মন্ডলকে চাপ সৃষ্টি করলে সে বিয়ে করতে অস্বীকার করে।
মোহনপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, রোববার ভিকটিমের বাবা থানায় মামলা দায়ের পর রাতেই আসামি আবদুল হামিক মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।