জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)ঃ আশাশুনি উপজেলার মুক্তিযোদ্ধাদের যাচাই-বছাই শুরু হবে আগামী ২৪ ফেব্রয়ারি। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে যাচাই-বাছাই এর তফশীল ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব মীর আলিফ রেজা স্বাক্ষরিত তফশীলে জানা গেছে, আশাশুনি উপজেলার মুক্তিযোদ্ধাদের (অনলাইন ও সরাসরি দাখিলকৃত) যাচাই-বাছাই শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। এদিন শোভনালী, কুল্যা ও বুধহাটা ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছ্ইা করা হবে। ২৬ ফেব্রুয়ারি আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়ন, ২ মার্চ খাজরা ইউনিয়ন, ৩ মার্চ বড়দল ইউনিয়ন, ৪ মার্চ কাদাকাটি ও শ্রীউলা ইউনিয়ন এবং ৫ মার্চ দরগাহপুর ও আশাশুনি সদর ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করা হবে। প্রতিদিন সকাল ৯.৩০ টা হতে বেলা ১ টা এবং বেলা ২.৩০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত যাচাই বাছাই কার্যক্রম চলবে।