বগুড়ায় দিনে দুপুরে ভাড়া বাড়ীতে স্বামীর সহযোগিতায় বন্ধুকর্তৃক সামিয়া আক্তার আইভি (২৪)নামের এক গৃহবধুকে শরীরিক নির্যাতন ও ধর্ষন এবং পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় ২৪ঘন্টার মধ্য মামলার এক নং- আসামি স্বামী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে শহরের ঠনঠনিয়া ঢাকা বাস ট্রার্মিন্যাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক রফিকুল ইসলাম গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের তজমল হোসেনের ছেলে। এদিকে মেয়েকে হত্যার চেষ্টার ঘটনায় ভুক্তভোগী গৃহ সামিয়া আক্তার আইভি।(২৪)এর পিতা শহরের শাহাজাহানপুর উপজেলার চকলোকমান খন্দকারপাড়া গ্রামের বাসিন্দা আলম মন্ডল শনিবার রাতে বাদী হয়ে মেয়ে জামাতা রফিকুল ইসলাম ও তার বন্ধুর বিরুদ্ধে শাহজাহানপুর থানা একটি মামলা দায়ের করেন।
এদিকে গতকাল রোববার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা এবং শাহজাহানপুর থানার চৌকস ইন্সপেক্টর (তদন্ত) আম্বর হোসেন গোপন এ সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মামলার এক নং আসামি হিসাবে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বিগত প্রায় ১০বছর আগে রফিকুলের সাথে সামিয়া আক্তার আইভির বিয়ে হয়। সে সময় শহরের একটি মেডিসিন কর্নারে সেলস রিপেসেন্টিভ হিসাবে কর্মরত থাকলেও পরে রফিকুল ঢাকার একটি পরিবহন কোম্পানীতে কোচ সুপার ভাইজার হিসাবে চাকুরী করা শুরু করে। তাদের দাম্পত্য জীবনে একটি ৭বছরের কন্যাসন্তান থাকলেও তাদের অন্ত কলহ এবং দাম্পত্য জীবন ছিল কন্টকময়। প্রথম দিকে তারা শহরের পিটি আই স্কুল এলাকায় থাকলেও পরে তারা শহরের বিভিন্নস্থানে বাড়ী ভাড়া নিয়ে থেকেছে।
এলাকাবাসীর জানায়, বিষয়টি রহস্যজনক হলেও ওই দম্পতি স্থায়ীভাবে কোথাও থাকতে পারতো পারতোনা। পরনারী চর্চা, পরনারীআসক্ত এবং পরকীয়া ঘটনা স্ত্রীর কাছে জানাজানি হবার পর তাদের মধ্য দা কুড়ালেও সৃষ্টি হলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। বিবাদের জের নিয়ে স্বামীর বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে গৃহবধু সামিয়া। বর্তমানেও আদালতে মামলাটি বিচারাধিন। ঘটনার পর থেকে সামিয়া নিজ এলাকা শহরের চকলোকমান এলাকা একটি ভাড়া বাড়ীতে ৭বছরের একমাত্র মেয়েকে নিয়ে বস্ববাস শুরু করে। এলাকাতেও বেশ কয়েক বার তাকে বাড়ী বদল করতে হয়।
এমনি অবস্থায় গত শনিবার বেলা আনুমানিক পোনে ১টার দিকে গৃহবধু সামিয়ার স্বামী তার এক বন্ধুকে সাথে নিয়ে শহরের চকলোকমান এলাকার ওই বাড়ীতে যায়।
এসময় বাড়ীতে কেউ না থাকার সুযোগে স্বামী রফিকুলের সহযোগিতায় তার বন্ধু সামিয়ার উপর শারীরিক ভাবে নির্যাতন চালিয়ে হাত পা বেধে ধর্ষন করে। এ সময় তার চুল কেটে দেয়া হয় এবং তার হাত পা বেধে সামিয়ার শরীরে দাহ্য কোন পদার্থ ঢেলে দিয়ে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালায় তারা। এ সময় সামিয়ার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ দিকে গতকাল এ বিষয়ে শাহজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আম্বার হোসেন এর সাথে কথা বলা হলে তিনি রফিকুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্পর্শকাতর হিসাবে মামলার অভিযোগ হওয়ায় তারা বিষয়টি বিশেষ ভাবে ক্ষতিয়ে দেখছেন। এ বিষয়ে আটককে জিজ্ঞাসা বাদ অব্যাহত রেখেছেন তারা। হাসপাতালে চিকিৎসাধিন গৃহবধু সামিয়া আক্তার আইভি’র ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরে ধর্ষন বিষয়ে নিশ্চিত হবার কথা জানান এই চৌকস পুলিশ কর্মকর্তা জানান।