জননেত্রী সৈনিকলীগের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ সেলিম বলেছেন- মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা শেখ হাসিনা চট্টগ্রামে দলীয় মেয়র বাচাইয়ের ক্ষেত্রে সময়মত সঠিক সীদ্ধান্ত নিয়েছেন। এজন্য আমরা তাঁকে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এটা নেত্রীর চমক। সবাই এই সীদ্ধান্তকে সাধুবাদ জানানো উচিত। একই সঙ্গে চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকেও অভিনন্দন জানাচ্ছি। এতে দলের জন্য খুবেই ভাল হয়েছে। আশাকরি চট্টগ্রামে সুন্দর এবং অবাধ গ্রহণযোগ্য সিটি নির্বাচনের মাধ্যমে দলের অবস্থান আগের তুলনায় আরো চাঙ্গা হবে।
রোববার সকালে চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিকলীগের (রেজি:২১০৩) এক সভা হালিশহরের সবুজবাগে সংগঠনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় ওই সভায় সংগঠনের সভাপতি মো. সেলিম তাঁর বক্তব্যে এসব কথা বলেন। ওই সভায় চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিকলীগের ৪১ ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিকলীগ নেতা মহিউদ্দিন গাফফার, প্রদীপ কোম্পানী, ইউছুপ কোম্পানী, মো. সবুজ, মো. হান্নান, দিদার কোম্পানী, ওয়াহাব কোম্পানী, মালেক কোম্পানী, নবী হোসেন কোম্পানী, মহিউদ্দিন কোম্পানী, আবদুর রহিম কোম্পানী, আলাউদ্দিন কোম্পানী, মিন্টু কোম্পানী, ছালাউদ্দিন কোম্পানী, রফিক কোম্পানী, বাবলু কোম্পানী, আলী আজগর, নুরুল আলম ও মো. কাদের মিয়া প্রমুখ।
প্রসঙ্গত, মো. সেলিম জননেত্রী সৈনিকলীগের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিকলীগের সভাপতি ছাড়াও বহু সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন। গত ১৫ ফেব্রুয়ারি রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ বৈঠকে ওই রেজাউল করিমের মনোনয়ন ফাইনাল করা হয়। ওই নির্বাচনে আ জ ম নাছিরসহ মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন ১৯জন নেতা। নাছির চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর মনোনয়ন পাওয়া রেজাউল করিম চৌধুরী হচ্ছেন যুগ্ম সাধারণ সম্পাদক।