উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উগ্যোগে শ্যামনগরে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন হয়েছে। রোববার সকালে সংসদ সদস্য এসএম জগলুল হায়দার উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। কৃষিতে গতি আনতে টেকসই ও যুগোপযোগী কৃষি প্রযুক্তি কৃষকদের মাঝে জনপ্রিয় করার লক্ষ্যে আযোজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন, ভাইস চেযারম্যান প্রভাষক সাইদ-উজ জামান, খালেদা আইয়ুব ডলি, সহকারী কমিশনার (ভূমি) আবদুল হাই সিদ্দিকী, কৃষি কর্মকর্তা আবুল হোসেন প্রমুখ। আগামাী ১৮ মার্চ পর্যন্ত সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। মেলায় ফলদ ও বনজসহ নানান প্রজাতির উদ্ভীদের সমারোহ ঘটানো হয়েছে। মেলা উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।