বগুড়ার শেরপুরে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি এবং উপস্থাপন শিক্ষার জন্য যাত্রা শুরু করল ‘স্বরশৈলী’। গত শনিবার বিকালে শহরের রাডার সাইন্স একাডেমি এ- স্কুলে স্থানীয় সংস্কৃতিজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্বরশৈলীর পরিচালক কুলছুম শেলী। বক্তব্য রাখেন, কথাসাহিত্যিক ও সাংবাদিক নাহিদ হাসান রবিন, কবি আবু সাঈদ ফকির, সংগীত শিল্পী সেলিনা সুলতানা লিখন, তোফাজ্জল হোসেন, সাংবাদিক রাশেদুল হক প্রমুখ। এ সময় অনেক শিশু-কিশোর ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। শেরপুরে এই প্রথম এমন একটি প্রতিষ্ঠান হওয়ায় শিশু-কিশোর ও অভিভাবকদের মধ্যে বেশ সাড়া দেখা গেছে। প্রতিষ্ঠানটিতে শিশু-কিশোরদের শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও উপস্থাপন শেখানো হবে।