কুড়িগ্রামের চিলমারীতে আইএসপিপি-যতœ প্রকল্পের সুবিধাভুগিদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর উদ্যোগে থানাহাট ইউনিয়নের ১ হাজার ৯শ ১০ জন এর মাঝে ৮৮ লক্ষ ২৬ হাজার নগদ অর্থ বিতরন করা হয়। রোববার সকালে বালাবাড়ী হাট বি এল উচ্চবিদ্যালয় মাঠে অর্থ বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন যতœ প্রকল্পের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, ডব্লিউ, এম রায়হান শাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, থানাহাট ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক মিলন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ফরিদ প্রমুখ।