কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় প্রান গেল ব্র্যাক এনজিও’র কর্মকর্তা আবদুল হান্নান সরকার’র (৩৫)। সে ব্র্যাক এনজিও’র ভেড়ামারা মাঠ সংগঠক হিসেবে কর্মরত ছিলেন। সে সিরাজগঞ্জ জেলার রায়পুর এলাকার গোলাম মোস্তফার পুত্র। রোববার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া ভেড়ামারা মহাসড়কের ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে যোগে তিনি ভেড়ামারা ব্র্যাক অফিসে রওনা হয়েছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ঘাতক ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবদুল হান্নান নিহত হন।
ভেড়ামারা থানার কর্মকর্তা ইনচার্জ শাহ জালাল জানিয়েছেন, ওই ব্রাক কর্মকর্তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।