সহজ শর্তে মোটর সাইকেল এক্সচেঞ্জ এর সুযোগ দিয়ে কুষ্টিয়ার ভেড়ামারার মোটরসাইকেল বিক্রেতা প্রতিষ্ঠান রুবেল অটো ফ্রি সার্ভিসিং ক্যাম্প করেছে। রোববার সকালে জুনিয়াদহ বাজারে ২ দিন ব্যাপী এ ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষনা করেন রুবেল অটোর স্বত্তাধিকারী ও উদীয়মান তরুন উদ্দ্যোক্তা গোলাম মোস্তফা রুবেল। এ সময় উপস্থিত ছিলেন রানার অটো মোবাইলস এর জোনাল ম্যানেজার (সার্ভিসিং) ওমর ফারুক, সহকারী জোনাল ম্যানেজার আল আমীন, রুবেল অটোর সিইও ইমতিয়াজ আহম্মেদ, জিএম নজমুল ইসলাম, রুবেল অটো পার্টস’র ইনচার্জ সাইফুল ইসলাম আপন, জুনিয়াদহ বাজার কমিটির সভাপতি ও জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক কে এম শাহানুল হক, আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম, ডাঃ আমিনুল ইসলাম বিপ্লব, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডেও মেম্বার শাহাবুদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আহমেদ মামুন, আবদুল আজীজ মৃধা, আবদুল বারী, উজ্জ্বল বিশ্বাস প্রমুখ। উদ্বোধনের প্রথম দিনেই ব্যাপক সাড়া পরে সার্ভিসিং ক্যাম্পে। মোটরসাইকেল এক্সচেঞ্জ ছাড়াও মোটরসাইকেলের ফ্রি সার্ভিস, ফ্রি ইঞ্জিন ওভার হলিং ফ্রি ইঞ্জিন অয়েল চেক আপ, ফ্রি ওয়াশিং এবং পালিশ, বডি পার্টস এক্সচেঞ্জ পুরাতন বডি স্পেয়ার, পার্টস পরিবর্তনে ৩০ ভাগ ছাড়, ইঞ্জিন অয়েল এবং স্পেয়ার পার্টসের উপর ১০ ভাগ মূল্য ছাড়, ফ্রি ডাইভিং প্রশিক্ষন সহ চালকদের জন্য ৮ ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছে এই ক্যাম্পে।