এক সময়ের প্রমত্ত পদ্মা নদীতে চর জেগে উঠায় পাবনার সুজানগরের সাতবাড়ীয়া এবং রাজবাড়ীর পাংসার হাবাসপুর নৌ-পথে খেয়া নৌকা চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে খেয়া নৌকার যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শামছুল আলম জানান, প্রতিদিন ১০/১২টি খেয়া নৌকা সাতবাড়ীয়া ও হাবাসপুর নৌ-পথে চলাচল করে। আর ওই সকল খেয়া নৌকায় সুজানগর এবং পাংসা উপজেলার শত শত মানুষ ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন প্রয়োজনে দুই উপজেলার অভ্যন্তরে যাতায়াত করেন। অথচ শুষ্ক মৌসুম শুরু হওয়ার আগেই ওই নৌ-পথের বিভিন্ন জায়গায় চর জেগে উঠেছে। ফলে খেয়া নৌকা চলাচল বিঘিœত হচ্ছে। উপজেলার কাদোয়া গ্রামের ভুক্তভোগী খেয়া নৌকার যাত্রী আলমগীর হোসেন মাস্টার বলেন বর্ষা মৌসুমে সাতবাড়ীয়া হতে হাবাসপুর পর্যন্ত ৬কি.মি ওই নৌ-পথ পার হতে ২৫থেকে ৩০মিনিট সময় লাগে। আর বর্তমানে পদ্মায় চর জেগে উঠায় অনেক পথ ঘুরে যাওয়ার কারণে ১ঘন্টারও বেশি সময় লাগে। এতে যাত্রীরা প্রচ- বিরক্ত হন। তাছাড়া সময় বেশি লাগার কারণে যথা সময়ে গন্তব্যে পৌঁছা সম্ভব হয়না। খেয়া নৌকার মাঝি শংকর কুমার বলেন সাতবাড়ীয়া ও হাবাসপুর নৌ-পথের বেশ কয়েক জায়গায় চর জেগে উঠেছে। জেগে উঠা চরের পাড় ঘেঁসে আঁকা-বাঁকা পথ ঘুরে ঘুরে নদী পার দিতে হয়। তাছাড়া পদ্মায় প্রচ- নাব্যতা সংকট দেখা দিয়েছে। সেকারণে নদী পার দিতে অনেক সময় লাগে। ভুক্তভোগী যাত্রী ও খেয়া নৌকার মাঝিরা ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা বৃদ্ধি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।