চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের কেশুয়া গ্রামে দোকান নিয়ে প্রতিহিংসার বশীভূত হয়ে ছুরিকাঘাতে দুইজন গুরুত্বর আহত হয়েছে। গত শনিবার বিকালে কেশুয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায় দীর্ঘদিন ধরে শফিউল আলমের কানু শাহ ফার্নিচার দোকান নিয়ে পার্শ্ববর্তী মোজাফ্ফর আহমদের ছেলে গনদের সাথে বিরোধ চলে আসছিল । ওইদিন কথাকাটাকাটির একপর্যায়ে পরিকল্পিতভাবে লাঠি ও ছুরি নিয়ে হামলা চালায়। এতে শফিউল আলম(৩২) ও জামশেদুল আলম(১৮)গুরুত্বরভাবে আহত হয়।এদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা সেবায় ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শফিউল আলম বাদি হয়ে ৪জনকে আসামি করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।