নীলফামারীর সৈয়দপুরে মামলার মিথ্যে প্রতিবেদন দেয়ায় সিআইডির তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে আসামি পক্ষ। গত ১৬ ফেব্রুয়রি সকালে উত্তরা আবাসন ঢেলাপীরে ওই সংবাদ সম্মেলন করেন আসামি পক্ষের মুন্না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান সাবানা বেগম। তারা বলেন আমরা আবাসনের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকা- প্রতিরোধের চেষ্টা করে আসছি সকলের সহযোগিতায়। কিন্তু ওই কাজে বাঁধা হয়ে দাঁড়ায় প্রতিবেশী আনোয়ার, তার ছেলে হৃদয়, রহিম ও তার ভাই জাহিদ। এরা মাদক সেবনের সাথে জড়িত। আবাসনবাসী এদের বিরুদ্ধে কোন কিছু বলতে গেলে হতে হয় লাঞ্ছিত অপমানিত এবং মামলার আসামী। এদের বিরুদ্ধে আমরা ইতঃপূর্বে সৈয়দপুর থানায় অভিযোগ দায়ের করি এবং তার অনুলিপি পুলিশ সুপার নীলফামারী, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দপুর, কাউন্সিলার ও মহিলা কাউন্সিলার সৈয়দপুর পৌরসভা বরাবর প্রেরণ করি। এতে আনোয়ার গং ক্ষিপ্ত হয়ে উঠে এবং তাদের অপকর্ম ঢাকতে উল্টো আবাসনের ১৮ জন নিরাপরাধ ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন আছে। ওই মামলার তদন্তের ভার পড়ে সিআইডির উপর। কিন্তু সিআইডির তদন্তকারী কর্মকর্তা প্রকৃত ঘটনাকে আড়াল করে বাদীর সাথে যোগসাজোশ করে একতরফা মিথ্যে প্রতিবেদন দেন। ওই মিথ্যে প্রতিবেদনের প্রতিবাদ জানান তারা। সেই সাথে মামলাটি পুনঃ তদন্তের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আবাসনের প্রায় শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।