আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের কাজ নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কুল্যা ইউনিয়নের আগরদাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকার জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মসূচির শ্রমিক ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজিত মনববন্ধনে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনসার আলি সরদার, ইউপি সদস্য রফিকুল ইসলাম পান্না, নজরুল ইসলাম, আঃ রশিদ, উত্তম কুমার দাশ, ওয়ার্ড আ.লীগ সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি উজ্জ্বল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আবু রায়হান, কৃষকলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন পলাশ, যুবলীগ সহ-সভাপতি ইয়াছিন আলি, সাংগঠনিক সম্পাদক শাহিনুর, অবঃ আর্মি আঃ জলিল, ডাঃ আনিছুর রহমান, হাবিবুর রহমান হবি প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন, মেম্বার আঙ্গুর হোসেনের ওয়ার্ডে ৩৭ জন শ্রমিক রয়েছে। শ্রমিকরা বিধি মোতাবেক কাজ করে আসছে। কেউ অনুপস্থিত থাকলে তাদের হাজিরা উঠান হয়না। ১২ ফেব্রুয়ারি ৩৫ জন শ্রমিক কাজ করেছে। অনুপস্থিত দু’জনের হাজিরা নেওয়া হয়নি। ১১ টার পর সরকারি সার আনতে দু’জন বাকী সময় ছুটি নিয়ে গিয়েছিল। ১৫ ফেব্রুয়ারি ৩৬ জন কাজ করেছে। অনুপস্থিত একজনের হাজিরা উঠানো হয়নি। ১১ টার পর তাদের খালা ও নিকটাত্মীয় মৃতবরণ করায় রেজাউল, আয়ুব খান ও সাকিল কিছু সময়ের জন্য ছুটি নিয়েছিল। কোন কারণে কাজের মধ্যে ২/১ দিন ছুটি নিয়ে কেউ অনুপস্থিত থাকতে পারে, ছুটির দিনে তাদের হাজিরা দেখান হয়না। এর অর্থ এই নয় যে, প্রতিদিন শ্রমিক অনুপস্থিত থাকে, বা অনুপস্থিত শ্রমিকদের হাজিরা দেখান হয়ে থাকে। শ্রমিক দিয়ে মেম্বারের বাড়ির কাজ ও কবরস্থানে কাজ করান হয়নি। মসজিদের পাশের পুকুরের ভাঙ্গনে কাজ করান হয়েছে, যাতে মসজিদকে রক্ষা করা যায়। মসজিদ, মন্দির, শশ্মান, কবরস্থানে শ্রমিক দিয়ে কাজ করানটা সকল এলাকায় কমবেশি হয়ে আসছে। এনিয়ে উদ্দেশ্যমূলক অভিযোগ এনে মিথ্যাচার ও ষড়যন্ত্র করার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেন, কোন অনিয়ম হলে, কাজের সর্দার, মেম্বার, চেয়ারম্যান, ট্যাগ অফিসার, পিআইও অফিস তদারকি করে থাকেন। এভাবে কাউকে উদ্দেশ্যমূলক ভাবে অপপ্রচারের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক ভাকে হেয় প্রতিপন্ন না করার জন্য তারা সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।