শনিবার সকাল ১১ টায় বগুড়া শহরের গালাপট্টি, নবাববাড়ী সড়কের বিভিন্ন এলাকায় বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়াকে ২ বছর যাবৎ কারাগারে বন্দি রাখার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ শেষে বগুড়া জেলা শ্রমিক দলের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সাইদুল কবির এর নেতৃত্বে নববাবড়ী সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচীতে যোগদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন শহর শ্রমিক দলের সভাপতি লিটন শেখ বাঘা।
এসময় উপস্থিত ছিলেন- সহ সভাপতি ইমরান হোসেন সুলতান, মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন, মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক সামছুল আযম খোকন, নুরুল হুদা, শহিদুল ইসলাম সহিদ, দপ্তর সম্পাদক আবদুল মান্নান, সদস্য- আবদুল মান্নান, সানোয়ার হোসেন রঞ্জু, আঃ সোবহান পুটু, আঃ হান্নান, শাহাদৎ হোসেন, শহর শ্রমিক দল নেতা- দিদার হোসেন শাহিন, আল আমিন হোসেন, আবদুল মোমিন, ফাহিন মন্ডল, আফজাল হোসেন মন্টু, গোরজার হোসেন, আবুল কালাম, আঃ সোবহান, শহিদুল ইসলাম, মিলন হাসান, হায়দার আলী, আবু সামাদ, আপেল, হযরত, শামীম, সেলিম, আতিকুর রহমান আজাদ, আশিক, আব্দুল্লাহ, ইকবাল, বাবলা, আঃ সোবহান, রাশেদ, রফিকুল, পল্টু শেখ, পুটু, আমিনুর, জাহাঙ্গীর, জাফর, সদর থানা শ্রমিক দল নেতা- আমিনুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আল আমিন খন্দকার, রাখু, সাইফুল, খালেক, রতন, আশরাফুল, সোহাগ, রানা, শাহিন, ঠান্ডু, হোটেল শ্রমিক দল নেতা- সাদেক আলী, মহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, নির্মাণ শ্রমিক দল নেতা- সুলতান আহমেদ, আবুল কালাম আজাদ, আঃ সালাম, যুব শ্রমিক দল নেতা- এমএ ইসলাম আরিফ, সালাহ উদ্দিন, আরিফুল, তুর্য, শিপন, সাইদজ্জামান, সাইফুল, সোহেল, সেলিম, রিক্সা ভ্যান শ্রমিক দল নেতা- মামুনুর রশিদ পুটু, সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়ন নেতা- নূর আমিন সরকার প্রমুখ নেতৃবৃন্দ।