বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বিশ্বের বড় বড় স্বৈরাচারদের পতন হয়েছে, শেখ হাসিনারও পতন হবে। স্বৈরাচাররা আজীবন ক্ষমতায় থাকতে পারেনা। এসরকার বেআইনি, দখলদারী সরকার, জনগণের কোনো ম্যান্ডেট ছাড়া তারা জোর করে ক্ষমতা দখল করে আছে। একদলীয় শাসন কায়েম করতে সমস্ত দমন নিপীড়ন, নির্যাতনের পথ বেছে নিয়েছে। আজ সরকারের উপর জনগণের কোনো আস্থা নেই। তিনি বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন করেছেন বলেই আজ তিনি কারাগারে। আমরা বলতে চাই, খালেদা জিয়াকে নয় সারা বাংলাদেশকে কারাগারে রাখা হয়েছে। আজ আইনের শাসন নেই। মানুষ সুবিচার পায় না, সব জায়গায় মানুষের নিরাপত্তার অভাব। গতকাল শনিবার দুপুরে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কেএম খায়রুল বাশারের পরিচালনা বিক্ষোভ সমাবেশে সাবেক এমপি লালু আরো বলেন, সরকার বিচার বিভাগকে প্রভাবিত করে খালেদা জিয়াকে জামিন দিচ্ছে না। কারণ সরকার জানে খালেদা জিয়া মুক্ত হয়ে রাজপথে নামলে জনগণের স্রােতে সরকার ভেসে যাবে। তাই খালেদা জিয়ার জামিন বাধাগ্রস্ত করছে। তাকে আটকে রাখছে। আমরা খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠ করবো। তিনবারের প্রধানমন্ত্রী দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে বলেন আপনারা চুড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুতি নিন। জনগনকে সাথে নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারি তালুকদার বেলাল, জেলা বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আসগর তালুকদার হেনা, জয়নাল আবেদিন চাঁন, লাভলী রহমান, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবর রহমান বকুল,আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, সহিদ উন নবি সালাম, শেখ তাহা উদ্দিন নাহিন, ওমর ফারুক খান, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, বগুড়া জেলা কৃষকদলের আহ্বায়ক আকরাম হোসেন, শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হাকিম, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান শামীম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন, গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহ্বায়ক সরকার মুকুল, ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদুল কবির,মৎসজীবি দলের আহ্বায়ক ময়নুল হক বকুল,প্রমুখ। সমাবেশে বিভিন্ন থানা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মিছিল সহকারে যোগদেন।