জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (‘মুজিববর্ষ’)উদযাপন উপলক্ষে জামালপুরে বিশাল জনসভায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ডঃ মো. আবদুর রাজ্জাক এমপি বলেন,যারা ট্যাঙ্ক-কামান অস্ত্র নিয়ে এসেছিল,তারাও আওয়ামীলী তথা আমাদের পায়ের নীচে এসে আত্মসমাপন করেছে। আপনি তথা আপনার নের্তৃত্বধীন জামায়াত-বিএনপি ও একদিন আমাদের পায়ের নীচে এসে আত্মসমাপন করবে। সেদিন বেশী দূরে নয়। তিনি ডাঃ কামাল হোসেনকে ইঙ্গিত করে বলেন,সরকারকে লাথি মেরে পতন ঘটাতে চান,তা’ কোন দিন পারবেন না। কারণ যারা ট্যাঙ্ক-কামান অস্ত্র নিয়ে এসেছিল,তারাই আওয়ামীলী তথা আমাদের পায়ের নীচে এসে আত্মসমাপন করেছে। আপনার নের্তৃত্বধীন জামায়াত-বিএনপি ও একদিন আমাদের পায়ের নীচে এসে আত্মসমাপন করবে। তিনি আরো ইঙ্গিত করে বলেন, আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী,মানতে নারাজ। ঘাড় ধরে বেড় করে দিতে চান? প্রশ্নছুঁড়ে তিনি বলেন,আপনি কোথায়,কবে কখন প্রতিদ্বন্দ্বিতা করে জনপ্রতিনিধি হয়েছিলেন বলবেন কি? আপনার জীবনে যতটুকু পেয়েছেন,তা’দয়ার বসবতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পেয়েছিলেন এমনকি হয়েছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর অসুস্থায় অনুপস্থিতির কারণে প্রধান অতিথি কৃষিমন্ত্রী ডঃ মো.আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।
বিশেষ অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এর বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়াকে দূর্নীতি মামলায় জেল দিয়েছেন মহামান্য আদালত। তাকে মুক্তি দেওয়া না দেওয়ার বিষয় শুধু একমাত্র আদালতের এখতিয়ার! সরকারের নয়। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত বেগম খালেদা জিয়ার মুক্তির নাটক পুঁজি করে রাজনীতি শুরু করেছেন। তাই সকল আওয়ামী নেতাকর্মী সমর্থকদের শতর্ক ও সজাগ থাকার আহব্বান জানিয়েছেন।
গত ১৫ ফেব্রুয়ারি শনিবার জামালপুর জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভার জেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরীর সঞ্চালনায় বিশাল জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তা চেতনা, রাজনৈতিক আদর্শ ও আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে অন্যান্য বিশেষ অতিথিগণ বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান,যুগ্ন-সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম,সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক,আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, মির্জা আজম এমপি ও শফিউল আলম চৌধুরী নাদেল। সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামছুন্নাহার চাঁপা, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মো. মুরাদ হাসান এমপি, ইজ্ঞিনিয়ার মো. মোজাফফর হোসেন এমপি ও নারী আসনে বেগম হোসনে আরা এমপি প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ভূমিমন্ত্রী আলহাজ রেজাউল করিম হীরা,জেলা মহিলা আ.লীগের সভাপতি আনজুমান আরা বেগম,যুবমহিলা লীগের সভাপতি ফারহানা আক্তর সোমা,যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, কৃষক লীগের সাধারণ সম্পাদক হুরমুজ আলী হীরু,তাঁতী লীগের আহব্বায়ক বদরোদ্দোজা,ছাত্রলীগের সভাপতি নিহাদুল ইসলাম নিহাদ প্রমুখ।