প্রথমেই একটি ভালো খবরÑ অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ কয়েকটি খাতে বড় অঙ্কের বিনিয়োগে সম্মত হয়েছে সউদি আরব। বিদ্যুৎ-জ্বালানি, মানবসম্পদ উন্নয়নসহ ৩১টি ক্ষেত্রে সহযোগিতায় সম্মত হয়েছে বাংলাদেশ ও সউদি আরব। সউদি শ্রম ও সমাজ উন্নয়নবিষয়ক উপমন্ত্রীর নেতৃত্বে ৪০ সদস্যের প্রতিনিধি দলের বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে বৈঠকের ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে ঠিক কত টাকার বিনিয়োগ হবে- এই বিষয়টি এখনও স্পষ্ট না হলেও ধারণা করা যাচ্ছে, অন্তত ৫০ বিলিয়ন ডলার বা ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ আসছে। বিষয়টি বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক বলেই আমরা মনে করছি। এর বাইরে আশঙ্কার আরেকটি খবর হলোÑ দীর্ঘদিন ধরে সউদি আরবে কর্মরত অর্ধলক্ষাধিক রোহিঙ্গা কর্মীকে বাংলাদেশে ফেরত আনার জন্য চাপ দিতে শুরু করেছে সে দেশের সরকার।
মিয়ানমারের সামরিক বাহিনীর দ্বারা ‘এথনিক ক্লিনজিং’ তথা গণহত্যার শিকার, রাষ্ট্রহীন হওয়া ও কোনো দেশের পাসপোর্ট গ্রহণের সুযোগ না থাকায় রোহিঙ্গারা পরিচয় গোপন করে অবৈধভাবে বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করে সউদি আরবে গিয়েছে। এ সংখ্যা ৫০ হাজারের উপরে। আমরা জানতে চাই, রোহিঙ্গারা কীভাবে বাংলাদেশি পাসপোর্ট পেলো? এখনো যে রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট নিচ্ছে না, তার গ্যারান্টি কী? রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহে নষ্ট হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি। যা সউদি শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশের প্রধান বৈদেশিক শ্রম বাজার সউদি আরবে প্রবাসীরা দীর্ঘদিন ধরে নানা ধরনের সঙ্কট মোকাবেলা করছে। অনাকাঙ্খিত পরিস্থিতিতে হাজার হাজার বাংলাদেশি কর্মী ফেরত আসছে। এখন রোহিঙ্গা শ্রমিক ফেরাতে সউদি আরবের চাপ দেশের জন্য বড় বিপদ বলে আমরা মনে করছি। চলমান অর্থনৈতিক বাস্তবতায় সউদি সরকারের পক্ষ থেকে এ ধরনের চাপ বোঝার উপর শাকের আঁটির মতো বড় ধরনের সামাজিক-অর্থনৈতিক বিপদের আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশি পাসপোর্টধারী রোহিঙ্গাদের ফিরিয়ে আনা প্রসঙ্গে সউদি আরব ইতিপূর্বে অনানুষ্ঠানিকভাবে তাগিদ দিলেও এখন আনুষ্ঠানিক চাপ ও আলোচ্য বিষয়ে পরিণত হওয়ায় এ বিষয়ে বাংলাদেশকে গ্রহণযোগ্য কূটনৈতিক সমাধানে পৌঁছানোর উদ্যোগ নিতে হবে। আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার হিসেবে সউদি আরব থেকে প্রতি বছর দেশে বৈদেশিক মুদ্রার উল্লেখযোগ্য অংশ আসে। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ শক্তিশালী অর্থনীতির এই দেশটি বিভিন্ন দেশে বড় বিনিয়োগ করলেও বাংলাদেশে সউদি বিনিয়োগ হয়নি বললেই চলে। বাংলাদেশ অনেকদিন ধরে সউদি আরব থেকে বড় বিনিয়োগের প্রত্যাশা করে আসছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ-সউদি যৌথ কমিশনের দু’দিনের বৈঠক শেষে এরই প্রতিফলন দেখা গেছে। আমরা চাই, এ ক্ষেত্রে বাংলাদেশ উদ্যমী ভূমিকা পালন করে চুক্তিগুলো সম্পাদন কাজ দ্রুত করুক।
দুই দেশের ঘনিষ্ট ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুবাদে সউদি আরবের বিনিয়োগ বাংলাদেশের উন্নয়নের মাত্রায় নতুন গতি সৃষ্টি করবে বলেই আমাদের বিশ্বাস। রোহিঙ্গা সমস্যা, জনশক্তি রফতানিসহ সউদি আরবের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো প্রসারিত করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে আমরা মনে করি।