বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চবিদ্যালয়ের (অবঃ) শিক্ষক সাইফুল ইসলাম ফটিক বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ........ রাজিউন)।মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
শনিবার সকাল ১১টায় বগুড়ার অলোকা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ মাগরিব কালেরপাড়া গ্রামের নিজবাড়ীতে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই খোকন, সাবেক চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুন, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা, ধুনট থানার ওসি ইসমাইল হোসেন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম রেজা, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী সাহা, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, সদস্য এএফএম ফজলুল হক, ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, নিমগাছী ইউপি চেয়ারম্যান আজাহার আলী পাইকাড়, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলাল, চিকাশী ইউপি চেয়ারম্যান নাজমুল কাদির শিপন, ধুনট সদর ইউপি চেয়ারম্যান লাল মিয়া, গোপালনগর ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, মথুরাপুর ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম, ভান্ডারবাড়ী ইউপি চেয়ারম্যান আতিকুল করিম আপেল, গোাইবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হাসান মুকুল, চৌকিবাড়ী ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাষ্টার, সাধারণ সম্পাদক জিএম ফিরোজ লিটন প্রমূখ।