যশোর শহরের পূর্ববারন্দী পাড়ার বটতলায় বোমাবাজির ঘটনা ঘটেছে। আর এ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষ একে আপরের বিরুদ্ধে অভিযোগ করছে।
পুর্ববান্দীপাড়ার বটতলার বাসিন্দা ইসমাইল হোসেন বাদল অভিযোগ করেন, শনিবার ভোররাতে কে বাবা কারা আমাদের বাড়ির ভেতরে বোমা ফাটায়। সকালে ঘুম থেকে উঠে দেখি, একটি বিস্ফোরিত বোমা পড়ে রয়েছে। সেখানে পড়ে আছে বারুদ, দেড় শতাধিক সাইকেলের বল এবং একটি ফাটা জর্দার কৌটা। থানায় ফোন দিলে পুলিশ এসে বিস্ফোরিত বোমার অংশ বিশেষ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রতিবেশী জাহিদুল ইসলামের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। সে অথবা তার লোকজন দিয়ে এখানে বোমা ফাটাতে পারে বলে তিনি দাবি করেন।
জাহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে উল্টো বাড়ির মালিক ইসমাইল হোসেন বাদলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ইসমাইল ও তার দুই বোন শাহিদা ও ইসমতারা এখানে বেশ আলোচিত এবং ভয়ংকর। তারা পারে না হেন কোনো কাজ নেই। আমি সরকারি চাকরি করি, সামাজিকভাবে আমার মর্যাদা রয়েছে। এসব ঘটনা আমি কল্পনাও করতে পারি না। তারা এসব করে আমাকে ফাঁসাতে চাইছে।
কোতোয়ালী থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, পুলিশ পাঠিয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। প্রতিপক্ষকে ফাঁসাতে এসব করা হচ্ছে বলে মনে হচ্ছে।