বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে গৃদা নারায়নপুর এলাকা থেকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি এস. এম. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ পলাশ, আক্রামুজ্জামান রাহাত, আবু রায়হান রূপম, সহ- সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান রয়েল, থানা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ আলী, শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবদুল মান্নান, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, ছাত্রদলের জেলা সভাপতি মো. শওকত হোসেন প্রমুখ।
সভাপতি মাহমুদুল হক রুবেল তাঁর বক্তব্যে বলেন, যতদিন গণতন্ত্রের মাতা জেলে থাকবেন ততদিন বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি মিলবে না। ততদিন বাংলাদেশের মানুষ ভোটাধিকার ও বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাবে না। আইনের শাসনও প্রতিষ্ঠিত হবে না। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান মাদার অব ডেমোক্রেসী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে প্রতিহিংসার বশবর্তী হয়ে গত দুই বছর যাবত বর্তমান মহাস্বৈরাচারী সরকার কারাবন্দী করে রেখেছে এবং তাঁকে মেরে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি ভোটবিহীন অবৈধ সরকারে প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, দেশনেত্রীর কোন ক্ষতি হলে সকল দায় দায়িত্ব এ অবৈধ সরকারকেই নিতে হবে। এজন্য ষড়যন্ত্রকারীদের জনতার আদালতে দাঁড় করানো হবে। তিনি খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।