বাগেরহাটে জুয়া খেলার অভিযোগে ৬ জুয়ারিকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার পাতিলাখালী এলাকা থেকে জুয়া খেলার সময় হাতে নাতে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১‘শ ৫০ পিস জুয়া খেলায় ব্যবহৃত তাস উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন, পাতিলাখালী গ্রামের হাবিবুর রহমান (৪৫), মোঃ মজিবর শেখ (৫০), মোঃ ওলিউর রহমান (৩৬), মোঃ শাহজাহান শেখ (৫২), মোঃ আলী শেখ (৪৮) এবং গৌতম হালদার (৩৬)। শনিবার দুপুরে আটককৃতদের বাগেরহাট আদালতে সোপর্দ করেছে সদর থানা পুলিশ।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন বলেন, জুয়া খেলার অপরাধে পাতিলাখালী গ্রাম থেকে ৬জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।