কুড়িগ্রামের চিলমারী মহিলা ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের উদ্যোগে বসন্ত বরণ অনুষ্ঠান করা হয়েছে। শনিবার দুপুরে বসন্ত বরণ অনুষ্ঠানের মঞ্চের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেতেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, ডব্লিউ, এম রায়হান শাহ্,উপাধ্যক্ষ মোছাঃ নাছিমা রব্বানী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম, চিলমারী মডেল থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, চিলমারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিক ইকবাল লেনিন, সহকারী অধ্যাপক আবু হানিফা,রফিকুল ইসলাম প্রমুখ। পরে দিনব্যাপী কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় বসন্তের গান, অভিনয়, নাটিকা, নৃত্য ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। এ সময় মঞ্চে উঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, ডব্লিউ, এম রায়হান শাহ্ দুটি গান পরিবেশন করে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেন।