কুড়িগ্রামের চিলমারী উপজেলা প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে র্যালি, উপজেলা পরিষদ হল রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী সরকার (বীরবিক্রম), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, ডব্লিউ, এম রায়হান শাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, সাপ্তাহিক যুগের খবরের সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার। বক্তব্য রাখেন, সাপ্তাহিক জনপ্রাণের ব্যবস্থাপনা সম্পাদক মো. সাওরাত হোসেন সোহেল, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পাত্রখাতা রিয়াজুল জান্নাহ্ দাখিল মাদ্রাাসার সুপার মাওলানা মো.আব্দুল আজিজ আকন্দ প্রমুখ। পরে অতিথিরা কেক কাটেন।