শেরপুরের নালিতাবাড়ী শহরের আড়াই আনী বাজারে ভালবাসা দিবসের দিন ইভটিজিং করার অপরাধে কাওসার আহাম্মেদ (১৯) নামের এক যুবককে কে ভ্রাম্যমান আদালত ৪ মাসের কারাদ- দিয়েছে।
সূত্রে, নালিতাবাড়ী উপজেলার দেবিপুর গ্রামের রফিকুলের ছেলে কাওসার আহাম্মেদ বিভিন্ন সীম ব্যবহার করে মেয়েদের উত্ত্যেক্ত করত। ১৪ ফেব্রুয়ারী ভালবাসা দিবসের ওই দিন বিকেলে আড়াইআনী বাজারে মেয়েদের উত্ত্যেক্ত করায় অবিভাবকবৃন্দ অভিযোগ করে। পরে অভিযোগ প্রমানিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান তাকে ৪ মাসের কারাদ- দেন। এ সময় তার কাছ থেকে বিভিন্ন কম্পানির ৯টি সীম পাওয়া যায়।